একসময় বাংলাদেশের ক্রিকেটে 'আশার ফুল' হিসেবে পরিচিত ছিলেন মোহাম্মদ
আশরাফুল। ব্যাট হাতে তার হাসি মানেই ছিল গোটা বাংলাদেশে উচ্ছ্বাস। তবে
ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে অল্প বয়সেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ছেদ
পড়ে। নিষেধাজ্ঞা শেষে তিনি ক্লাব ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে ফেরা তার জন্য
স্বপ্নই থেকে যায়। এমনকি ক্লাব ক্রিকেটেও আশরাফুলের জন্য দল পাওয়া কঠিন হয়ে
পড়েছে।
কিছুদিন আগে আইসিসি লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট অর্জন করেছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনো অবসর না নিলেও এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচ হিসেবে দেখা যেতে পারে তাকে।সম্প্রতি ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে আশরাফুল জানান, বিপিএলে কোচের দায়িত্ব পালনের বিষয়ে কয়েকটি দলের সঙ্গে তার আলোচনা চলছে।
তিনি বলেন, ‘গত বছরও কোচ হিসেবে কাজ করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত তা হয়নি। পরে একটি বেসরকারি চ্যানেলের হয়ে পুরো আসরে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। এবারো কাজ করার ইচ্ছা আছে, কথা হচ্ছে। সম্ভবত রংপুর রাইডার্সের কোচ হিসেবে কাজ করতে পারি, ইনশাল্লাহ।’
টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের তরুণ ক্রিকেটারদের মাইন্ডসেট পরিবর্তনের ওপর জোর দিয়েছেন আশরাফুল। তিনি মনে করেন, টেকনিক সবসময় গুরুত্বপূর্ণ না হলেও বেসিক শক্তিশালী হলে যেকোনো ফরম্যাটেই ভালো খেলা সম্ভব। আশরাফুল বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে বেসিক শক্তিশালী হলে খেলোয়াড়েরা সব ফরম্যাটে সফল হতে পারে।’
টেস্ট ক্রিকেটের গুরুত্বও তুলে ধরেন তিনি। আশরাফুলের মতে, টেস্ট ক্রিকেটের মাধ্যমেই ক্রিকেটারদের বেসিক শক্তিশালী হয়, যা তাদের অন্যান্য ফরম্যাটেও এগিয়ে রাখে। তিনি বলেন, ‘যদি আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে চান, তবে বেসিক মজবুত হওয়া খুবই জরুরি। তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটকেই প্রধান ফরম্যাট হিসেবে গুরুত্ব দেয়া উচিত।’
২০০১ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ আশরাফুল। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি ও ৪৭টি উইকেট রয়েছে।