ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় জ্যোতিরা


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
৯:১৩ - শনিবার, অক্টোবর ১২, ২০২৪
জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় জ্যোতিরা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। উইন্ডিজদের বিপক্ষে বড় হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি কেবল টাইগ্রেসদের জন্য নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আসর শেষ করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডের বিপক্ষে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা জ্যোতিদের আশা জাগাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে সিরিজ জয় করার স্মৃতি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত আটটায়।

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করে জ্যোতিরা। দেশ ছাড়ার আগে জ্যোতিদের প্রাথমিক লক্ষ্যই ছিল কমপক্ষে একটি জয় তুলে নেয়া। এরপর ইংল্যান্ডের সঙ্গেও দারুণ খেলে টাইগ্রেসরা। যদিও শেষদিকে ব্যাটারদের ব্যর্থতায় সেই ম্যাচ হারতে হয়। কিন্তু উইন্ডিজদের বিপক্ষে বড় হারের পর সেমির স্বপ্ন শেষ হয়ে গিয়েছে জ্যোতিদের। তবে শেষ ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে চায় টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জ্যোতিদের হারানোর নেই কিছুই। তাই তাদের বিপক্ষে ম্যাচে নির্ভীক ক্রিকেটটাই খেলতে চাইবে টাইগ্রেসরা। অন্যদিকে গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই। হেরে গেলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকে। যদিও এখনো তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে প্রোটিয়ারা। অপরাজিত ইংল্যান্ড রয়েছে তিনে। প্রোটিয়াদের বিপক্ষে ১০ উইকেটে হারলেও টানা দুই জয়ে শীর্ষে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি অবশ্য কোনোভাবেই সহজ হবে না জ্যোতিদের জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে সিরিজ জিতে এলেও এবারের আসরে দুর্দান্ত খেলছে প্রোটিয়া মেয়েরা। টুর্নামেন্টটির বর্তমান রানার্সআপও তারা। নারী বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন দুই প্রোটিয়া ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। তিনে রয়েছে ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর। বোলারদের তালিকাতেও দাপট দেখিয়েছে প্রোটিয়া বোলাররা। সবার উপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মাবা, ৮ উইকেট নিয়ে। দুইয়ে থাকা ভারতের অরুন্ধতি রেড্ডির উইকেট ৭টি। মেগান স্কাট ও রোসমেরি নিয়েছেন ৬টি করে উইকেট।

ক্যারিবিয়ানদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে দলের ব্যাটিংয়ের ধরন। ভালো ব্যাটিংয়ের প্রত্যয় নিয়ে মাঠে নামা বাংলাদেশ গত ম্যাচে ডট বল খেলেছে ৫৭টি। গোটা ইনিংসে বাংলাদেশ বাউন্ডারি হাঁকায় মোটে ৯টি। প্রথম চার ব্যাটারের পর আর কেউই বল পাঠাতে পারেননি সীমানায়। এমনকি ইনিংসের শেষ ৪৯ বলে একটি বাউন্ডারিও মারতে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে আগে ব্যাটিং করে আট উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য ১২ দশদিক ৫ ওভারের মাঝেই তাড়া করে ক্যারিবিয়ানরা। আট উইকেটের হারে সেমিফাইনালের স্বপ্ন একরকম ধূলিসাৎ হয়ে যায় জ্যোতিবাহিনীর। তা নিয়ে হতাশা প্রকাশ করেন জ্যোতি নিজেও। ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। তবে মাঝের সময়টায় আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে তাদের অনেক উইকেট বিলিয়ে দিয়েছি। মাঝের ওভারগুলোয় তাদের বোলাররা সত্যিই অনেক ভালো বল করেছে এবং আমাদের শট খেলার জায়গা দিচ্ছিল না। সিঙ্গেল নেয়ার অনেক সুযোগও আমরা হাতছাড়া করেছি, যা চাপ তৈরি করেছে আমাদের ওপর।’

ব্যাটিংয়ে উন্নতির তাগিদ দিয়ে জ্যোতি আরো বলেন, ‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে, এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়। আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরো বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজ করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব আরো শক্তিশালী হওয়ার।’ এদিকে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় ম্যাচ হারলেও প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে একটি রেকর্ড গড়েছেন জ্যোতি। ব্যাট হাতে ৩৯ রানের ইনিংস খেলেন জ্যোতি। এই ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি নারী ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।