ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ভাল্লুকের উপদ্রব ঠেকাতে মোতায়েন করা হয়েছে সেনা


স্মার্ট আন্তর্জাতিক প্রতিবেদক
১২:১৫ - বুধবার, নভেম্বর ৫, ২০২৫
ভাল্লুকের উপদ্রব ঠেকাতে মোতায়েন করা হয়েছে সেনা

জাপানের পার্বত্য উত্তরে ভাল্লুক ধরার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে। আক্রমণের ঢেউ মোকাবেলা করতে না পেরে স্থানীয় কর্তৃপক্ষের জরুরি অনুরোধের পর বুধবার (৫ নভেম্বর) জাপানের বাহিনী তাদের সেনা পাঠায়।

রয়টার্স জানিয়েছে, কাজুনো শহরে ভাল্লুক ধরার জন্য কয়েক সপ্তাহ ধরে অভিযান শুরু হয়েছে। বাসিন্দাদের চারপাশের ঘন বন এড়িয়ে চলতে, সন্ধ্যার পরে বাড়িতে থাকতে বলা হয়েছে।

সেই সঙ্গে খাবারের খোঁজে বাড়ির কাছে আসতে পারে - এমন ভালুকগুলোকে প্রতিরোধ করতে বাসিন্দাদের সঙ্গে ঘণ্টা বহন করতে বলা হয়েছে।

জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জাপানজুড়ে ১০০টিরও বেশি ভাল্লুকের আক্রমণের ঘটনা ঘটেছে; যেখানে রেকর্ড ১২ জন প্রাণ হারিয়েছেন।

কাজুনোর মেয়র শিনজি সাসামোতো বলেন, 'শহরবাসী প্রতিদিন বিপদ অনুভব করে। বডি আর্মার এবং বড় মানচিত্রে সজ্জিত ১৫ জন সৈন্যর একটি সামরিক ট্রাক এবং বেশ কয়েকটি জিপ শহরে প্রবেশ করেছে।'

সাসামোটো বলেন, 'এটি মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলেছে, যার ফলে মানুষজন বাইরে যাওয়া বন্ধ করতে বা অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হচ্ছে।'

সৈন্যরা ভালুক ধরার জন্য ব্যবহৃত বাক্স ফাঁদ পরিবহন, স্থাপন এবং পরিদর্শনে সহায়তা করবে। তবে প্রশিক্ষিত শিকারিরা সেই উদ্দেশ্যে আরও উপযুক্ত অস্ত্রসহ তাদের হত্যা করবে।

আকিতার কর্তৃপক্ষ বলছে, এই বছর ভালুক ছয় গুণ বেড়ে ৮ হাজারেরও বেশি হয়েছে। ফলে প্রিফেকচারের গভর্নর গত সপ্তাহে জাপানের আত্মরক্ষা বাহিনীর কাছে সাহায্যের আবেদন করেন।