ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

বেকারত্ব দূর করতে ইউনিয়নভিত্তিক আইটি হাব গড়ে তোলা হবে: জহিরুল ইসলাম


স্মার্ট প্রতিনিধি
১৪:৩৫ - বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬
বেকারত্ব দূর করতে ইউনিয়নভিত্তিক আইটি হাব গড়ে তোলা হবে: জহিরুল ইসলাম

নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম সিআইপি বলেছেন, তিনি নির্বাচিত হলে এলাকায় বেকারত্ব দূর করতে ইউনিয়নভিত্তিক আইটি হাব গড়ে তোলা হবে। এসব আইটি হাবের মাধ্যমে তরুণদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।


বুধবার বিকেলে চাটখিল উপজেলার তালতলা বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জহিরুল ইসলাম সিআইপি বলেন, বর্তমান সময়ে শিক্ষিত যুবসমাজ বেকারত্বের অভিশাপে ভুগছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে আইটি হাব স্থাপন করে তরুণদের ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ট্রেনিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে গড়ে তোলা হবে। এতে তারা ঘরে বসেই দেশ-বিদেশে কাজ করে আয় করতে পারবে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, জনকল্যাণের রাজনীতি করে। আমরা দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করা হবে।

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, সাধারণ পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাজারের বিভিন্ন দোকান ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেন।

স্থানীয় ভোটাররা জানান, কর্মসংস্থান ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে প্রার্থীর এই উদ্যোগ আশাব্যঞ্জক। তারা বলেন, তার উদ্যোগ বাস্তবায়ন হলে এলাকায় বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।