

খেলাধুলার মাঠ সংকুচিত হয়ে আসায় নোয়াখালীতে কোমলমতি শিক্ষার্থী ও যুবসমাজ দিন দিন ঝুঁকছে মুঠোফোন আসক্তি ও মাদকসেবনের মতো ক্ষতিকর অভ্যাসের দিকে। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ক্রীড়াঙ্গনমুখী করতে বেসরকারিভাবে বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তোলা হয়েছে ‘নোয়াখালী স্পোর্টস অ্যারেনা’।
সোমবার সন্ধ্যায় জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মকবুল সড়ক সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তিতুমীর ডিজিটাল স্কুল এন্ড কলেজের অবসর প্রাপ্ত প্রিন্সিপাল কাজী মুবিন, নোয়াখালী স্পোর্টস অ্যারেনা’র পরিচালক শরীফুল ইসলাম সুমন, সামছুল ইসলাম রাজু,মাহমুদুল হাছান, নূর মোহাম্মদ, তারেক রহমা ‘সহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ তৈরি হলে সন্তানরা মোবাইল ফোনে আসক্ত না হয়ে সুস্থ বিনোদনে সময় কাটাতে পারবে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
নোয়াখালী স্পোর্টস অ্যারেনা’র পরিচালক শরীফুল ইসলাম সুমন বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই স্পোর্টস অ্যারেনায় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পরিকল্পনাও রয়েছে।
নোয়াখালী স্পোর্টস অ্যারেনা’র আরেক পরিচালক সামছুল ইসলাম রাজু বলেন , ভবিষ্যতে জেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে নোয়াখালী থেকেও জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ উঠে আসতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ কমে যাওয়ায় শিশু-কিশোরদের স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে সামাজিক আচরণেও। নোয়াখালী স্পোর্টস অ্যারেনার মতো উদ্যোগগুলো তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।