ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

এবার বিএনপির বিরুদ্ধে জান্নাতের টিকিটে ধানের শীষে ভোট চাওয়ার অভিযোগ


স্মার্ট প্রতিনিধি
১২:০২ - রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
এবার বিএনপির বিরুদ্ধে জান্নাতের টিকিটে ধানের শীষে ভোট চাওয়ার অভিযোগ

নোয়াখালী-০৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ-সদর আংশিক) আসনে ১০ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেছেন- কিছু অপপ্রচার চলছে, জামায়াতে ইসলামী নাকি বেহেস্তের টিকিট বিক্রি করছে। অথচ আমরা দেখতেছি বিএনপির লোকেরা বলতেছে যে, ধানের শীষে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়।

রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আয়োজিত সংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার এবং দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থকদের প্রচারণায় বাঁধা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী’সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।