

শনিবার (১০ জানুয়ারী) সকালে জেলা শহর মাইজদীর পৌর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
প্রতিবাদ
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
এতে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ
আজাদ, শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর
উল্যাহ রাসেল।
সমাবেশ বক্তারা বলেন, একটি
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে আন্দোলন করেছে, জনগনের ভোট,
জনগনের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সংগ্রাম করেছে, সেটাকে ব্যহত করার জন্য
এই ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে হাদিকে হত্যা করা হয়েছে, আজকে আমাদের
মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। আগামী দিনে আবার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে
আমাদের অনেককে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য
তারা পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবেলা আমাদের
দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিকে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দ্রুত শাস্তির দাবি জানানো হয়।