৭ ডিসেম্বর নোয়াখালী হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা জজ কোর্ট এলাকায় পুরাতন জেলা মুক্তিযোদ্ধা অফিসে জেলা মুক্তিযোদ্ধা দল ও সন্তান কমান্ড কাউন্সিলের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দল নোয়াখালীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দল নোয়াখালীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তরিক উল্যাহ জিন্নাহ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান দিদারুল ইসলাম ও ফখরুল ইসলাম ইয়াছিন, মিজানুর রহমান প্রমূখ।
সভায় ৭ ডিসেম্বর নোয়াখালী হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনসহ জেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা বিষয়ক যাবতীয় কর্মকান্ড বাস্তবায়নের জন্য মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালী জেলা ইউনিটের আহবায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হিসেবে বীর মুক্তিযোদ্ধা তরিক উল্যাহ জিন্নাহ’র নাম এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল নোয়াখালী জেলা শাখার আহবায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধার সন্তান কামাক্ষা চন্দ্র দাসের নাম ও সদস্য সচিব হিসেবে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম রাসেলের নাম প্রস্তাব করা হয়।