৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, নোয়াখালী জেলার আয়োজনে শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১ টায় নোয়াখালীতে মুক্ত দিবস পালিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে সকালে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি জেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে বের হয়ে জেলা মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় মুক্ত মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস ও বিএনপি নেতা শাহ জাফর উল্যাহ রাসেল প্রমূখ।
পরে জেলা মুক্তিযোদ্ধা অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার নেতা সাইফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।