নোয়াখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ৯ হাজার ১০০ পরিবারকে ত্রাণ সহযোগিতা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ। হীড বাংলাদেশ এর নিজস্ব অর্থায়নে এবং বিডিপি-জাপান ও মার্সী রিলিপ সিঙ্গাপুরের সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলার সুবর্ণচর উপজেলার খাসের হাট রাস্তার মাথা এলাকায় সংস্থার শাখা কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ১ হাজার ১০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেন হীড বাংলাদেশ এর সহকারী পরিচালক (অপারেশন) আইজ্যাক রানা বনিক ও সহকারী পরিচালক (গ্র্যান্ড) উজ্জল বৈদ্য।
এসময় হীড বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক লিন্টু বৈদ্য, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, চরবাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা পারভেজ, হীড বাংলাদেশ এর সদর উপজেলা শাখা ব্যবস্থাপক প্রজীত কুমার বিশ্বাস, সুবর্ণচর উপজেলা শাখা ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান, পাঙ্খার বাজার শাখা ব্যবস্থাপক মো. নাঈমুল ইসলাম প্রমূখ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
হীড বাংলাদেশ এর সহকারী পরিচালক (অপারেশন) আইজ্যাক রানা বনিক বলেন, নোয়াখালীর ৭টি উপজেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় মানুষের ঘর-বাড়ি, কৃষি জমির ফসল, মৎস্য খামারের ব্যাপক ক্ষতি হয়। এতে জেলার বহু মানুষ তাদের উৎপাদিত ফসল, খামারের মাছসহ কর্ম হারিয়ে এখনো চরম মানবেতর জীবন-যাপন করছেন। এসব কর্মহীন মানুষকে ত্রাণ সামগ্রী প্রদান করে তাদের পাশে দাঁড়িয়েছে হীড বাংলাদেশ।
তিনি বলেন, হীড বাংলাদেশ নিজস্ব অর্থায়ন এবং বিডিপি-জাপান ও মার্সী রিলিপ সিঙ্গাপুরের সহযোগিতায় এই পর্যন্ত জেলার সদর, সুবর্ণচর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ৯ হাজার ১০০ পরিবারকে ত্রাণ সহযোগিতা প্রদান করেছে। এছাড়া জেলায় ৫টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১ হাজার ৫০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে। গবাদি পশুর জন্য ভ্যাকসিন ও গৌ খাদ্য প্রদান করা হয়েছে। দেশের যেকোন দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন হীড বাংলাদেশ এর এই কর্মকর্তা।