ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রূপকার: মো. শাহজাহান


স্মার্ট প্রতিনিধি
১৫:৫১ - মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রূপকার: মো. শাহজাহান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম রূপকার। তিনি ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দিতে আজীবন সংগ্রাম করেছেন। দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ আসনে ধানেরশিীষের প্রার্থী মো. শাহজাহান।

মঙ্গলবার বিকালে নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে জেলা বিএনপির আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি। 

মো. শাহজাহান বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রবক্তা। একদলীয় শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে তিনি বহুদলীয় রাজনীতির পথ উন্মুক্ত করেছিলেন। জনগণের মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন। স্বাধীনতার পর দেশের রাজনীতিতে যখন দমবন্ধ করা পরিস্থিতি বিরাজ করছিল, তখন জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, মত প্রকাশের সুযোগ সৃষ্টি করেন এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির ভিত্তি স্থাপন করেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বিশ্বাস করতেন গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি রাজনীতির পাশাপাশি অর্থনীতি, কৃষি ও শিল্পখাতকে শক্তিশালী করতে যুগান্তকারী পদক্ষেপ নেন। শহীদ জিয়ার 'বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণা ছিল দেশের স্বাধীনতা ও আত্মপরিচয়ের রক্ষাকবচ। এই দর্শনই দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাশীল অবস্থানে পৌঁছে দেয়। জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ আজও জাতির জন্য অনুকরণীয়। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় সভাপত্তিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য রবিউল হাসান পলাশ। এতে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কামরুল ইসলামসহ জেলা বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।