ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

স্কুল শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক ও কম্বল বিতরণ


স্মার্ট ডেক্স
১৬:২০ - সোমবার, ডিসেম্বর ৫, ২০২২
স্কুল শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক ও কম্বল বিতরণ

"ফোটাতে পথশিশুদের মুখে হাসি, আমরা তাদের পাশে আছি" এ স্লোগানকে সামনে রেখে দুটি স্কুলের ২৫০ জন শিক্ষার্থীকে শীতের পোষাক ও ১০০ টি কম্বল বিতরণ করেছে "পথ শিশুদের পাশে আমরা "নামের একটি সামাজিক সংগঠন। 

সোমবার (৫ ডিসেম্বর) কুমিল্লা জেলার রেলস্টেশন সংলগ্ন দুর্বার স্কুল ও অদম্য স্কুলে তা  বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনটির সদস্য ফারজানা শারমিন বলেন, 'আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাই নিজেদের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমরা'। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য   সাইফুল ইসলাম শুভ, , রুদ্র ভৌমিক, মামুন সরকার,আবু সাঈদ,, সম্রাট জনি, আহসান, অপি, সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন দুর্বার স্কুলের শিক্ষক  চন্দন রায়, ইসরাত জাহান ও অদম্য স্কুলের শিক্ষক ইনফান।