ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১৪


স্মার্ট প্রতিনিধি
২:০২ - শনিবার, জুলাই ২২, ২০২৩
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১৪

ঝালকাঠির ছোট্টকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশু সহ ১৪ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) সকাল ৯টায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম।

স্থানীয় কয়েকজন জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।