আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণে পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাফিউল ইবনে সরকার।
রংপুরের একটি স্থানীয় পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি হিসেবে এই আবেদন করেন তিনি। আবেদনে মোটরসাইকেলে ব্যবহারের জন্য স্টিকারও চাওয়া হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদনপত্রটি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মূলধারার গণমাধ্যমকর্মীরা।
ভোটকেন্দ্র পর্যবেক্ষণে পরিচয়পত্রের আবেদনের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা নাফিউল বলেন, ‘দুই বছর ধরে ওই পত্রিকায় কাজ করছি, আমি ওই পত্রিকার স্টাফ রিপোর্টার। ছাত্রলীগের পদ তো পেলাম চার মাস আগে। পদ আর কয়দিন, ছাত্রলীগ তো আর পেশা না।’
নাম প্রকাশে অনিচ্ছুক বদরগঞ্জের এক পেশাদার সাংবাদিক বলেন, আমার জানা মতে নাফিউল সাংবাদিক নয়। পত্রিকায় প্রকাশিত তার কোনো নিউজ দেখিনি। সে যদি সাংবাদিক হয় তাহলে অন্তত তার একটি হলেও নিউজ থাকতো।
রংপুর ও বদরগঞ্জ উপজেলার একাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় যে নাফিউল ইবনে সরকার সাংবাদিক নয়।
এ বিষয়ে জানতে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজির হোসেনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।