নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় অভিযুক্ত ২ ভাইকে আটক করেছে র্যাব-১৪।
শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার জৈনা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হচ্ছেন আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাও গ্রামের শাহ জাহানের ছেলে মো. অসীম (২৫) এবং মো. রাজু মিয়া (২৩)।
র্যাব জানিয়েছে, উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের ভিকটিম সেলিনা আক্তার ও তার স্বামীর সাথে আসামীদের দীর্ঘদিনের মামলা মোকদ্দমা চলে আসছিল। ঘটনার কয়েকদিন আগে সেলিনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা দায়ের করে। এতে অভিযুক্ত আসামীরা ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ৩ জানুয়ারি রাতে ভুক্তভোগী সেলিনা আক্তারকে ঘর থেকে বের করে বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ননদ বেদানা আক্তার বাদী হয়ে ৮ জানুয়ারি মোট ১০ জনসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন।
পরে র্যাব পালাত আসামিদের ধরতে রবিবার বেলা ১টায় শ্রীপুরের জৈনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।