মিয়ানমারের অভ্যন্তরে নতুন করে গোলাগুলির শব্দ নেই। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে থমথমে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলো।
এখনও আতঙ্ক কাটেনি বান্দরবানের ঘুমধুম, তুমব্রু, কক্সবাজারের পালংখালী ও হোয়াইক্যং এলাকায়। গত দুই সপ্তাহ ধরে এভাবেই চলছে জনজীবন।
গতকাল দুপুরের পর থেকে সীমান্তের কাছাকাছি গোলাগুলি বা মর্টার বিস্ফোরণের কোনো শব্দ শোনা যায়নি। সুযোগ পেলেই ফসলি জমি, লবণ মাঠ, চিংড়ি ঘেরে কাজ করছে স্থানীয়রা। সকালে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার দুই সদস্যকে উখিয়া থেকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
গোলাগুলির শব্দ না থাকলেও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে মরদেহ। গতকালও উখিয়ায় একটি মরদেহ ভেসে এসেছে। শনিবার আরও একটি মরদেহ পালংখালীর রহমতের বিল এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে, মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যসহ ৩৩০ জন নাগরিককে ফেরত নিতে যোগাযোগ অব্যাহত রেখেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।