ঢাকা রবিবার, জানুয়ারী ১২, ২০২৫

Rupalibank

নোয়াখালী ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা


স্মার্ট প্রতিনিধি
১৩:১১ - বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫
নোয়াখালী ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

বুধবার দুপুরে নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত কর্মশালায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।

এসময় অন্যান্যের মধ্যে ট্যাগ অফিসার শামসুদ্দীন চৌধুরী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা জাফর আহমদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌরব ব্রত ভৌমিক ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচজন ছাত্র-ছাত্রীকে উপজেলায় অনুষ্ঠিত কর্মশালায় যোগদানের জন্য মনোনীত করা হয়।

এসময় নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’