গাজীপুরে সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়িচাপায় মুনিরা নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
এই ঘটনার জেরে তার সহকর্মী ও আশে পাশের পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় তারা সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের উপপরিশর্দক (এসআই) বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিহত শ্রমিকের নাম মুনিরা। তিনি একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।