ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

মধ্যনগরে কোটি টাকার ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১


স্মার্ট প্রতিবেদক
২:৫৬ - বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪
মধ্যনগরে কোটি টাকার ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৮০ হাজার ৫ শত ৫০ কেজি চিনিসহ ১ চোরাকারবারি গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. মোস্তফা কামাল (৪১), মধ্যনগর উপজেলা রৌহা গ্রামের মো. আব্দুল মোতালিবের ছেলে।

সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, ১২ মার্চ মঙ্গলবার বিকেলে মধ্যনগর থানার এসআই রফিজুল মিয়া নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউপির রংচী গ্রামের তেঘুইন্না বিলের পশ্চিম পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১হাজার ৬শত ১১ বস্তা মোট ৮০ হাজার ৫ শত ৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করেন। এ সময় চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা চিনি পরিবহনে ব্যবহৃত ৮টি নৌকাও জব্দ করা হয়।

মধ্যনগর থানার ওসি মো. এমরান হোসেন জানিয়েছেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় চিনি ও নৌকার বাজার মূল্য ১কোটি ৪লক্ষ ২৫ হাজার টাকা।