ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

অদৃষ্ট


স্মার্ট প্রতিবেদক
৪:৪৩ - শনিবার, মার্চ ১৬, ২০২৪
অদৃষ্ট

মূলঃ নাগিব মাহফুজ (Naguib Mahfouz), ১৯৮৮ সনে সাহিত্যে নোবেলজয়ী মিশরীয় লেখক

"কেউই তোমার চেয়ে এগিয়ে নেই,
এবং তুমিও অন্যকারো চেয়ে এগিয়ে নও।

প্রত্যেকেই নিজের ভাগ্য অনুসারে এগিয়ে যায়,
এবং যা কিছু তুমি হারিয়ে ফেলেছ,
তা তোমার জন্যে সৃষ্টি করা হয়নি,
এবং যা কিছু তোমার জন্যে সৃষ্টি করা হয়েছে,
তা তুমি কখনোই হারাবে না।"