ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে অস্ত্রধারীদের হামলা, আহত ৫


স্মার্ট প্রতিনিধি
৪:৩০ - বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে অস্ত্রধারীদের হামলা, আহত ৫

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তাপ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের গেটে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

তিনি বলেন, ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে অস্ত্রধারীরা তাদের ওপর হামলা চালায়। নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে আসেন। এ সময় অস্ত্রধারীরা আনসার সদস্যদের ওপরও হামলা চালায়। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এরমধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় অস্ত্রধারীদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। কারা এ হামলা করেছে তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।