না ফেরার দেশে পাড়ি দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা লেগ স্পিনার জ্যাক অ্যালাবাস্টার। মঙ্গলবার মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৫৫ সালে কিউইদের হয়ে টেস্ট ক্রিকেটে অ্যালাবাস্টারের অভিষেক হয়। আর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন ১৯৭২ সালে। দীর্ঘ ১৭ বছরের এই ক্যারিয়ারে ২১ টেস্ট খেলেছেন। যেখানে ৪৯ উইকেট শিকার করেই কিউইদের ইতিহাসের সেরা লেগ স্পিনার বনে যান তিনি।
১৯৫৫-৫৬ মৌসুমে সালে ভারত ও পাকিস্তান, ১৯৫৮ সালে ইংল্যান্ড, ১৯৬১-৬২ মৌসুমে সাউথ আফ্রিকা এবং ১৯৭১-৭২ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে ছিলেন অ্যালাবাস্টার। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
দক্ষিণ আফ্রিকা সিরিজে পাঁচ টেস্টে ২২ উইকেট তুলে নেন অ্যালাবাস্টার। প্রোটিয়াদের বিপক্ষে নিউজিল্যান্ডকে প্রথমবার সিরিজ ড্রয়ে ভূমিকা রাখেন। সিরিজের প্রথম ম্যাচে তিনি সাত উইকেট নেন। যদিও কিউইরা ম্যাচটি ৩০ রানে হেরে যায়।
সিরিজের তৃতীয় ম্যাচে বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ের ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং ফিগারে ১৮০ রান খরচায় নেন ৮ উইকেট।
এছাড়া ঘরোয়া ক্রিকেটে ওটাগোর প্রতিনিধিত্ব করে ১৪৩টি প্রথম-শ্রেণির ম্যাচে তার শিকার ৫০০ উইকেট। ক্যারিয়ারের অভিষেক এবং শেষ প্রথম-শ্রেণির ম্যাচ দুটি তিনি নিউজিল্যান্ডের হয়েই খেলেছিলেন।