ঢাকা রবিবার, জানুয়ারী ১২, ২০২৫

Rupalibank

আজ বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভা


স্মার্ট ডেক্স
৭:২৪ - বুধবার, জুন ২৯, ২০২২
আজ বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভা

আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অফিসে বোর্ড পরিচালকদের নিয়ে এই বৈঠক শুরু হবে দুপুর ২.৩০টায়।

আজ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বোর্ডের মিডিয়া বিভাগ। জানা গেছে, অনেকটা হঠাৎ করেই এবারের বোর্ড সভার আয়োজন করা হয়েছে। যেখানে মূল এজেন্ডা হিসেবে থাকবে বিসিবির অর্থবছরের বাজেট। আয় এবং ব্যয়ের খাতগুলো নিয়ে আলোচনা হবে এই সভায়। সঙ্গে বোর্ডের কোন বিভাগে কত বাজেট থাকছে, কোথায় বাড়ছে আর কোথায় কমছে সে নিয়ে হবে আলোচনা।

আগামী ১৯ জুলাই বোর্ডের গুরুত্বপূর্ণ বার্ষিক সাধারণ সভা (এজিএম) হওয়ার কথা আছে। আজকের পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়েও আলোচনা হতে পারে।