ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উত্তেজনা: কে এগিয়ে, ট্রাম্প নাকি কমলা?


স্মার্ট আন্তর্জাতিক প্রতিবেদক
১২:০২ - রবিবার, নভেম্বর ৩, ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উত্তেজনা: কে এগিয়ে, ট্রাম্প নাকি কমলা?

আর মাত্র দুদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সারাবিশ্বের নজর এখন এই নির্বাচনের দিকে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে চলছে তুমুল জল্পনা। এবারের নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে তীব্র লড়াই হবে তা নিঃসন্দেহে বলা যায়।

আইওয়া অঙ্গরাজ্যের একটি জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে আছেন। সম্প্রতি প্রকাশিত এই জরিপ অনুযায়ী, ৮০৮ জন ভোটার অংশ নিয়েছেন। জরিপটি ২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে পরিচালিত হয়। ফলাফল অনুযায়ী, কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ ভোটার, অন্যদিকে ট্রাম্পের সমর্থন ৪৪ শতাংশ।

বিশেষ করে নারী ভোটারদের মধ্যে কমলার প্রতি সমর্থন লক্ষণীয়। বয়স্ক এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীরা বিশেষভাবে কমলার দিকে ঝুঁকছেন।

উল্লেখযোগ্যভাবে, ২০১৬ এবং ২০২০ সালের নির্বাচনে আইওয়াতে ট্রাম্পের জয় ছিল ৯ শতাংশের বেশি এবং ৮ পয়েন্টের বেশি। তবে এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন।

একই সময়ে, অন্য একটি জরিপে দেখা গেছে যে, এমারসন কলেজ পোলিংয়ের তথ্য অনুযায়ী, ১ ও ২ নভেম্বরের মধ্যে পরিচালিত জরিপে ট্রাম্প ১০ পয়েন্টের ব্যবধানে কমলার চেয়ে এগিয়ে আছেন।

এখন দেখা যাক, এইসব জরিপের ফলাফল নির্বাচনের ফলাফলে কীভাবে প্রতিফলিত হয়। মনে রাখতে হবে, এসব জরিপ একেবারেই ত্রুটিমুক্ত নয় এবং নির্বাচনের ফলাফল নির্ধারণে এসব জরিপের মাত্র একটি ভূমিকা থাকে। ভোটারদের মধ্যে প্রচার প্রচারণা, বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং বিভিন্ন বিষয় নির্বাচনকে প্রভাবিত করবে।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ভোটারদের মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সারাবিশ্বের নজর থাকবে কোন প্রার্থী জয়লাভ করেন তার দিকে।