ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

বরফগলা পানিতে বাঁধ ভেঙে রাশিয়ায় ভয়াবহ বন্যা


স্মার্ট আন্তর্জাতিক প্রতিবেদক
২২:৫৯ - রবিবার, এপ্রিল ৭, ২০২৪
বরফগলা পানিতে বাঁধ ভেঙে রাশিয়ায় ভয়াবহ বন্যা

রাশিয়ায় কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে বরফগলা পানিতে নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে ৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।

ওরেনবার্গের উরাল নদীর পানিস্তর আগামী তিনদিনে বিপজ্জনক সীমায় প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। খবর: রয়টার্স ও তাসের।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার বন্যা চরম সীমায় পৌঁছতে পারে বলে তারা আশঙ্কা করছেন। পরিস্থিতি ২০ এপ্রিলের পর নিয়ন্ত্রণে আসতে পারে।

রাশিয়ার উরাল পার্বত্য এলাকা এবং সাইবেরিয়ার কয়েকটি এলাকা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। পাশাপাশি বন্যার কারণে কাজাখস্তানেরও ১০টি উত্তরাঞ্চলীয় এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে।

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় রবিবার বলেছে, তারা আপাতত ১২ হাজার মানুষকে অস্থায়ী শিবিরে রেখেছে। 

ওদিকে, রাশিয়া কর্তৃপক্ষ শনিবারেই ওরেনবার্গ অঞ্চলের ওরস্ক নগরীর আশপাশ থেকে ৪ হাজার ৫০০ জনকে সরিয়ে নেয়ার কথা জানায়। ভিডিও ফুটেজে মানুষজনকে গলা সমান পানিতে হাটাচলা করতে দেখা গেছে।

বিবিসি জানায়, সাধারণ মৌসুমি বন্যার তুুলনায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বরফ গলার কারণে। উরাল পর্বতে উদ্ভূত উরাল নদী বয়ে গিয়ে পড়ে কাস্পিয়ান সাগরে। বরফ গলা পানির কারণে গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টাতেই নদীটির পানি ফুলে ফেঁপে উঠে ওরস্ক নগরীর বাঁধ ভেঙে যায়।

ক্রেমলিন সতর্ক করে দিয়ে বলেছে, কিছু জায়গায় পানির মাত্রা গত ১০০ বছরের যে কোনও সময়ের তুলনায় এখন অনেক দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে।