রাজধানীর মিরপুর-১১ ব্লক-সি এভিনিউ-৫ একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- আব্দুল খলিল (৪০), মোছাম্মদ রুমা আক্তার(৩২), আব্দুল্লাহ(১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), সপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।
সবাইকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে তিনজনে অবস্থা আশঙ্কাজনক। রবিবার (২৪ নভেম্বর) ভোরের দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে সকাল সাতটার দিকে নিয়ে যাওয়া হয়।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার মোঃ শাওন বিন রহমান জানান, আমাদের এখানে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাত জন এসেছে। তাদের মধ্যে আব্দুল খলিলের ৯৫ শতাংশ দগ্ধ, আব্দুল্লাহর ৩৮শতাংশ দগ্ধ , মোহাম্মদের ৩৫শতাংশ দগ্ধ হয়েছে । এই তিনজনকে ভর্তি দেয়া হয়েছে চারজনকে অবজারভেসনে রাখা হয়েছে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।