ঢাকা বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা


স্মার্ট প্রতিনিধি
৫:২৮ - শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
নোয়াখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ০৬টি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার বিভিন্ন আসনে একযোগে শুরু হয়েছে প্রার্থীদের মাঠপর্যায়ের কার্যক্রম।

নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে সন্ধ্যায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শাহজান। এসময় তিনি জনগনের নাগরিক অধিকার নিশ্চিত করণ'সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি প্রদান করেন। 

সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু। 

এদিকে একই দিন বিকালে নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম। এ সময় তিনি দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় ভোটারদের প্রতি ‘না ভোট’ প্রদানের আহ্বান জানান। একই সময় লাঙ্গল প্রতীকে ভোট চান। 

নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর মোহাম্মদ ভূঁইয়া,  স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মো.কামাল উদ্দিন, চর জুবলি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বেলাল হোসেন'সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।   

অন্যদিকে দুপুরে নোয়াখালী-০৬ আসনে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম। তার পক্ষে ভোটারদের কাছে হরিণ প্রতীকে ভোট চান তার ছেলে ফারহান আজিম। এসময় হরিণ মার্কার পক্ষে ভোটারদের ব্যাপক উৎসাহ দেখা গেছে। 

প্রচারণার প্রথম দিনেই জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৭ জন প্রার্থী জমজমাট প্রচারণায় অংশ নেন।