ঢাকা সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

Rupalibank

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছিম, সম্পাদক সুজন


স্মার্ট প্রতিনিধি
১২:০২ - বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছিম, সম্পাদক সুজন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখার চতুর্বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিল অধিবেশনে পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকীকে সভাপতি ও মধ্য জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আবদুল আলিম ভূইয়া সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শহরের পিটিআই হলরুমে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার সদর উপজেলার পূর্ব বাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান দুলালের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে করেন নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জের মাকসুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পিআরএলরত) আবুল বাসার, চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: হুমায়ুন কবির, সোনাইমুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মিজানুর রহমান, সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জের ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো: জামাল হোসেন,  মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: জানে আনম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সহ মহিলা সম্পাদিকা রুবিনা ইয়াছিন।

কাউন্সিল অধিবেশনে জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের কাউন্সিলর এবং ৯ টি উপজেলার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকীকে সভাপতি ও মধ্য জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আবদুল আলিম ভূইয়া সুজনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অপরাপর নেতৃবৃন্দের মধ্যে বেগমগঞ্জের কৃষ্ণারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল বাসার বুলুকে নির্বাহী সভাপতি; সুবর্ণচরের দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি; বেগমগঞ্জের জেকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মমিন হোসেনকে নির্বাহী সম্পাদক; হাতিয়ার সাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাহফুজুল ইসলাম  কাউয়ুমকে সাংগঠনিক সম্পাদক; বেগমগঞ্জের উত্তর মির ওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবিরহাটের সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো: আবদুল হান্নানকে নির্বাহী সদস্য করা হয়।

কাউন্সিল শেষে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দের জন্য দোয়া পরিচালিত করেন সোনাইমুড়ীর পাপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইলিয়াছ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মো: মাহফুজুল ইসলাম কাউয়ুম।