ঢাকা সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

Rupalibank

মাইজদীতে দু’টি মার্কেটে অগ্নিকান্ডে ২০ দোকান পুড়ে ছাই, ‘ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত’


স্মার্ট প্রতিনিধি
১২:০৯ - রবিবার, জানুয়ারী ১২, ২০২৫
মাইজদীতে দু’টি মার্কেটে অগ্নিকান্ডে ২০ দোকান পুড়ে ছাই, ‘ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত’

নোয়াখালী জেলা শহর মাইজদীর হকার্স ও নূপুর মার্কেটে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে ১২টি দোকান পুেেরাপুরি পুড়ে গেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গণপূর্ত ভবনের সামনে হকার্স মার্কেটের দক্ষিণ মাথায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সময় ব্যবসায়ীদের বহু মালামাল এদিক-সেদিক নেওয়ার পথে লুট হওয়ারও অভিযোগ করেন তারা।

হকার্স মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত। কারণ একটি পক্ষ দীর্ঘদিন থেকে হকার্স মার্কেটের ব্যবসায়ীদের তুলে দিয়ে ডেভেলপার দিয়ে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করে আসছে। ব্যবসায়ীরা দোকান ছেড়ে কোথাও যেতে রাজি হচ্ছে না, তাই পূর্বপরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তাদের।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলার বিভিন্ন স্থানের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত সাড়ে ১১টা থেকে পৌনে পাঁচ ঘণ্টা চেষ্টা করে রাত সোয়া চারটায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, আগুনে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তদন্ত করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। আশপাশে পানির সংকুলান না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

তবে এ বিষয়ে জানতে হকার্স মার্কেটের সভাপতি একরমুল হক ডিপ্টিকে ফোন করা হলে তিনি জানান, এই অগ্নিকান্ডে হর্কাস মার্কেটের কোন দোকান পুড়েনি, ঘটনাটি ঘটেছে হর্কাস মার্কেটের বাহিরের অংশে। অগ্নিকান্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা আমরা বলতে পারবো না। কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে বের করবে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তিনি বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষয়ক্ষতির তথ্য  নিরূপণ করে তালিকা প্রেরণের জন্য ফায়ার সার্ভিসকে নির্দেশ প্রদান করা হয়েছে।