ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ডের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শুক্রবার (৪ আগস্ট) বিচারপতি বি আর গাভাই, পি এস নরসিমা ও সঞ্জয় কুমারের বেঞ্চ এ আদেশ দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় চলতি বছরের মার্চে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাতের একটি আদালত।
ফৌজদারি মামলায় সাজা পাওয়ায়, রাহুল গান্ধী লোকসভার সদস্য পদে বহাল থাকার যোগ্যতা হারান। দিল্লির সরকারি বাসভবনও ছাড়তে হয় তাকে।
ওই রায়কে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধীর আবেদনের শুনানিতে আজ দেশটির সর্বোচ্চ আদালতের বেঞ্চ স্থগিতাদেশ দেন।
এ আদেশের ফলে লোকসভার সদস্যপদ ফিরে পেতে পারেন রাহুল।