মণিপুরের ইম্ফলে নামার কথা ছিল ইন্ডিগোর একটি বিমানের। কিন্ত খারাপ আবহাওয়ার কারণে নামতে পারছিল না। মাঝ আকাশে চক্কর খেতে হচ্ছিল বিমানটিকে।
এর মধ্যেই বাধে বিপত্তি। এই চক্কর খেতে খেতেই বিমানটির জ্বালানি প্রায় শেষের পথে চলে আসে। শেষে কলকাতা বিমানবন্দরে জরুবি অবতরণ করতে হয়।
দিল্লি থেকে ছেড়ে এসেছিল বিমানটি। এতে মোট ১৪১ জন যাত্রী ছিলেন।
ইম্ফলে বিমানবন্দরে নামার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে শুরুতে অপেক্ষা করতে হয় পাইলটকে। সে জন্যই মাঝ আকাশে চক্কর কাটছিল বিমানটি।
এরপর জ্বালানি শেষের দিকে চলে আসলে বিমানচালক যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসিতে। তারপরই ১৪১ জন যাত্রী নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।